বর্তমানে এখনকার সময় অনুযায়ী অনেকের হাতে আইফোন বা ipad দেখা যায় তাই আমরা এই
আর্টিকেলটিতে আইফোন বা আইপ্যাড ফুল স্ক্রিন করার কিছু নিয়ম সম্বন্ধে আলোচনা করব।
এবংপ্রয়োজনীয় কিছু সেটিংস গাইড নিয়েও আলোচনা করব। চলুন শুরু করা যাক। apple বা
iphone এর ios ১৪ এবং আইপ্যাড ওএস ১৪ এর অনেক নতুন নতুন ফিচার নিয়ে এসেছে
বর্তমানে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হল সিঁড়ি এর ইন্টারফেস। পুরনো ভার্সনে
আগে সিঁড়ি পুরো স্ক্রিনে দেখা যেত কিন্তু নতুন সংস্কার কারণে একটি কম্প্যাক্ট
ইউআই আকারে এসেছে যা নিচে ছোট ভাবে দেখা যায়। তবে এটি ফিরে পেতে হলে সহজ
একটি সেটিংস রয়েছে যা পরিবর্তন করেও আপনি ফুল স্ক্রিন মুডে ফিরে যেতে
পারবেন।
সিড়িকে ফুল স্ক্রিনে ব্যবহার করার উপকারিতা হচ্ছে এটি উত্তর ও তথ্য বড় করে দেখা
যায়।পেছনের অ্যাপ ব্লার হয়ে গেলে সিঁড়িতে মনোযোগ আকর্ষণ করে দেয়। লেখাগুলো
বড় বড় এবং স্পষ্ট দেখা যায় ।দৃষ্টি সম্পন্ন ব্যবহারকারীদের জন্য সুবিধা রয়েছে
এবং আগের অভিজ্ঞতা ফিরে পাওয়া যায়।
সিরি কি ও ফুল স্ক্রিন করার আগে যা যা জানা প্রয়োজন
সিঁড়ি একটি ডিজিটাল ভয়েস অ্যাসিস্ট্যান্ট যা অ্যাপেল
ডিভাইসে ব্যবহার করা হয়। সিরি ফুল স্ক্রিন করার আগে কিছু বিষয় আছে
যেগুলো সম্বন্ধে জানা প্রয়োজন । সিঁড়ি সাধারণত ডিসপ্লে বা স্কিনের
যেকোনো একটা নির্দিষ্ট স্থানে থাকে। তবে এটি ফুল স্ক্রিনে দেখা যায় না। বা এটি
পুরো স্কিন জুড়ে দেখানোর জন্য কোন সেটিংস নেই। চলুন আমরা জেনে নেই সিঁড়ি ফুল
স্কিন করার আগে যা যা জানা প্রয়োজন
-
সিরিকে কিভাবে ডাকতে হয়ঃ আইফোন বা ipad সিঁড়িকে অ্যাক্সেস করার জন্য
স্কিনের নিচে সিরিয়ায় কোনটি না আসা পর্যন্ত সাইট বোতামটি সেপে ধরে
রাখুন অথবা তাকে হেই সিরি বলে ডাকুন।
-
লক স্ক্রিনঃ সিঁড়িকে ব্যবহার করার জন্য Siri when locked বাটনটি চালু
আছে কিনা তা নিশ্চিত করুন। যদি চালু না থাকে তাহলে চালু করুন।
-
ভয়েস কমান্ডঃ সিরিকে কোন কিছু জিজ্ঞেস করার আগে হেই সিরি বলার পর আপনি আপনার
প্রশ্নটি স্পষ্ট ভাবে বলুন। যাতে করে আপনার ভয়েসটি সম্পন্ন স্পষ্টভাবে তার
ডিভাইসে নিতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ( আপনি কেমন আছেন, আপনি কি
করছেন )
-
সিরিকে অন্যান্য ডিভাইসে কিভাবে ব্যবহার করবেনঃ অ্যাপেল ওয়াট বা অন্যান্য
অ্যাপেল ডিভাইসের সিঁড়ি ব্যবহারের পদ্ধতি কিছুটা ভিন্ন হতে পারে। তবে
প্রতিটি ডিভাইসের জন্য সরি সেটিং স এবং ইন্টারেকশন ম্যানুয়ালটি দেখে
নিতে পারেন যাতে করে আপনার সেটিং করতে সুবিধা হয়।
-
Hey Siri সেটিংসঃ হে সিরি সেটিং স যদি কাজ না করে তাহলে নিশ্চিত করুন
সেটিংস টা আপনার চালু আছে। আর যদি চালু না থাকে তাহলে সেটিংসে প্রবেশ করুন
তারপর অনুসন্ধান করুন হে সিরি তারপরে শুনুন অপশনে প্রবেশ করুন এবং এটি
চালু করুন তাহলে দেখবেন আপনার এই সেটিংসটি চালু হবে। আর যদি সেটিংসটি
চালু করার পরে যদি ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে ডিভাইসটি রিস্টার্ট করে দেখুন
অথবা আপেল ওয়েবসাইটে সমস্যা সমাধানের জন্য সাহায্য নিতে পারেন।
কেন সিরিকে ফুল স্ক্রিনে ব্যবহার করবেন তার কার্যকারিতা
সিরিকে ফুল স্ক্রিন ব্যবহার করার মূল কার্যকারিতা হলো এটি যে ব্যবহার
করবে সে ব্যবহারকারীকে আরো স্বাচ্ছন্দ এবং দ্রুত ভয়েস কমান্ড দেওয়ার
সুবিধা দেয় ।যার ফলে ফুল স্কিন মোডে সিরিকে আরও দৃশ্যমান এক্সেসযোগ্য ও
সহজ করে তোলে। ফুল স্ক্রিন মুডে শিডিকে দ্রুত এক্সসে ও ভয়েস কমান্ড দিতে
পারে। যদি আপনি কোন কাজে ব্যস্ত থাকেন বা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তখন
খুব সহজেই সিঁড়িকে অ্যাক্সেস করা যায়। সিরিকে ফুল স্ক্রিনে ব্যবহার
করলে এর নেভিগেশন আরো সহজ হয় বিশেষ করে ব্যবহারকারী যখন কোন অ্যাপ
থেকে ও সেটিংস থেকে বের হতে বা চলে যেতে চান। ফুল স্ক্রিন মুড ব্যবহার করে
একই সাথে সিঁড়ি অন্য অ্যাপ ব্যবহার করতে পারে যা মাল্টিটাসকিং আরো সহজ করে
তোলে। এবং এটা ব্যবহার করে ব্যাটারি খরচ সহ কম হয় কারণ একটু ব্যাকগ্রাউন্ড কম
প্রসেসিং করে যার কারণে ব্যাটারি খরচ অনেক কম হয়। সুতরাং আমরা যে কেউ শিরিকে
ফুল স্কিন মুডে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি যার ফলে দ্রুত ভয়েস
কমান্ড দেওয়ার জন্য অনেক সুবিধা জনক।
ফুল স্কিন মোডের সুবিধা ও অসুবিধা
ফুল স্ক্রিন মুড ব্যবহার করার কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে যেগুলো আমরা
নিচের তুলে ধরার চেষ্টা করব। সর্ব প্রথমে আমরা সুবিধা গুলো নিয়ে আলোচনা করব।
যেমন এটি বৃহত্তর দেখা যায় পূর্বের অভিজ্ঞতা থেকে জানা যায় যে গেম খেলা বা
নাটক সিনেমা দেখার সময় বেশি উপভোগ করা যায়। যেমন গেম খেলার সময় পুরো স্ক্রিন
টি ব্যবহার করা যায় আবার নাটক বা সিনেমা দেখার সময় ও পুরো স্ক্রিন
জুড়ে পিকচার বা ছবি দেখা যায় এর ফলে দেখতেও যেমন ভালো লাগে এবং চোখের
কোন সমস্যা হয় না। এবার চলুন অসুবিধা গুলো নিয়ে আলোচনা করি অসুবিধা
গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুল স্কিন থেকে বের হওয়া বা অন্য কোন অ্যাপে
প্রবেশ করা কঠিন হতে পারে এছাড়া কিছু পুরনো বা দুর্বল কনফিগারেশনের ডিভাইস ফুল
স্কিন মোড পারফরম্যান্সের সমস্যা তৈরি করতে পারে যার ফলে আপনার ডিভাইসটি দুর্বল
হতে পারে এবং যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে। এজন্য কিছু সতর্কতা অবলম্বন
করতে হবে ফুল স্কিন মোড একটু চমৎকার অভিজ্ঞতা দিতে পারে তবে কিছু সীমাবদ্ধতা
রয়েছে ব্যবহারকারীকে তার ডিভাইসের ধারণ ক্ষমতা অনুযায়ী এবং তার প্রয়োজন
অনুযায়ী এটি ব্যবহার করা দরকার।
সিরিকে ফুল স্কিন করার ২০ টি দিক নির্দেশনা
সিরিকে ফুল স্ক্রিন করার ২০ টি দিকনির্দেশনা ।চলুন এবার আমরা জেনে
নেই কিভাবে আপনার সেটিংস গুলো চালু করবেন তার কিছু দিকনির্দেশনা ধাপে ধাপে
তুলে ধরা হলো।
ধাপ ০১ঃপ্রথমে আপনার
ডিভাইস আনলক করুন
ফেস আই ডি টাচ আইডি বা পাস কোড দিয়ে আপনার iphone বা
আইপ্যাড আনলক করুন
ধাপ ০২ঃ সেটিংস
অ্যাপ ওপেন করুন
হোমস্ক্রিনে ধূসর গিয়ারের আইকন খুঁজে বের করুন
ধাপ ০৩ঃ
অ্যাক্সেসবেলেটি অপশন নির্বাচন করুন
আপনার iphone বা আইপ্যাড থেকে সেটিংস মেনুতে গিয়ে নিচে স্কুল করে এই
অপশনটি খুঁজুন
ধাপ ০৪ঃ
অ্যাক্সেসবেলিটি মেনুতে প্রবেশ করুন
এখানে বিভিন্ন ধরনের এক্সেসবিলিটি ফিচার অপশন পাওয়া যাবে
ধাপ ০৫ঃএরপরে সিরি
অপশনটি খুঁজুন
অ্যাক্সেসিবিলিটি এর ভেতরে সিঁড়ি সেকশনে খুঁজুন
ধাপ০৬ঃসিরি অপশনে ট্যাপ
করুন
এর ভিতর সিড়ি এর ইন্টারফেস সম্পর্কিত সেটিংস থাকবে
ধাপ ০৭ঃএরপরে শো অ্যাপ
বিহাইন্ড সিঁড়ি অপশনটি খুঁজুন
এটি সিরি চালু হলে পেছনে অ্যাপ দেখাবে কিনা তা নিয়ন্ত্রণ করে
ধাপ ০৮ঃযদি পিছনে অপশন
দেখাতে না চান তাহলে এই অপশনটি বন্ধ করুন
উইজেড বন্ধ করলে সিঁড়ি পুরো ডিসপ্লে তে দেখা যাবে
ধাপ ০৯ঃসেটিংস সংরক্ষণ করুন
আই ও এস স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন সংরক্ষণ করে
ধাপ ১০ঃসেটিংস থেকে বেরিয়ে
আসুন
হোম বাটুন চাপুন বা সুইপ আপ করুন
ধাপ ১১ঃসিঁড়ি চালু করুন
বোতাম দিয়ে
সাইট বোতাম বা হোম বোতাম চেপে ধরে সিঁড়ি চালু করুন
ধাপ ১২ঃ সিঁড়ি চালু করুন
ভয়েস দিয়ে
হেই সিরি বলেও সিঁড়ি অপশনটি চালু করতে পারেন
ধাপ ১৩ঃফুল স্ক্রিন মোড
পরীক্ষা করুন
ফুল স্ক্রিন মোড পরীক্ষা করতে পেছনের অ্যাপ ব্লার হয়ে গেলে বুঝবেন
সেটিংস কাজ করছে
ধাপ১৪ঃসিরি ক্যাপশন চালু করুন
সিরি ক্যাপশন চালু করতে সেটিংসে গিয়ে সিরি এন্ড সার্চ করার পরে
সিঁড়ি রেস্পন্স অপশন আসবে সিঁড়ি রেসপন্স অপশন এগিয়ে অলয়েস সো সিরি ক্যাপশন
অন করতে হবে
ধাপ ১৫ঃএরপরে স্পিচ টেক্সট
দেখান
এই অপশনে অলওয়েজ সো স্পিচ অন করে রাখুন
ধাপ ১৬ঃটাইপ টু সিঁড়ি সেটিংস
চেক করুন
যদি ফুল স্কিন চান কিন্তু কিবোর্ড না চাইলে টাইপ টু সিঁড়ি উইজেড
বন্ধ করুন
ধাপ১৭ঃফুল স্ক্রিন ও
কম্প্যাক্ট মোড এর পার্থক্য জান
কমপেক্ট ছোট ও নন ব্লকিং আর ফুল স্কিন হলো ইমারসাইভিল
ধাপ ১৮ঃদুই মোডে অভ্যাস করা
ভালো
প্রয়োজন অনুযায়ী মোডপরিবর্তন করতে পারবেন
ধাপ ১৯ঃ
প্রয়োজনীয় সেটিংস ফিরিয়ে নিন
শো অ্যাপস বিহাইন্ড সিরি উইজেড অন করুন
ধাপ ২০ঃআপডেট চেক করুন
নতুন ios বা ipados আপডেট অপশন পাল্টাতে পারে সেজন্য আপডেট অপশনটি মাঝে মাঝে
চেক করে নেবেন।
কম্প্যাক্ট মোড এর সুবিধা ও অসুবিধা
কম্প্যাক্ট মুড এর সুবিধা হল এটি ডিভাইস বাই অ্যাপ্লিকেশন ইন্টারফেসকে ছোট
দেখায় এবং সীমিত স্ক্রিন,স্বল্প জায়গায় ও ডাটা ব্যবহারের উপযোগী করে
তোলে। এবং দ্রুত লোড নেয় যাতে এপ্লিকেশন বা অবজেক্ট দ্রুত কাজ করতে পারে। আরো
মজার বিষয় হচ্ছে একসঙ্গে অনেকগুলো কনটেন্ট একই সময়ে দেখা যায় যা থেকে
ব্যবহারকারীরা অনেক বেশি তথ্য সরবরাহ করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কম্প্যাক্ট
মুড ব্যাটারি করতে পারে কারণ কম গ্রাফিক্স বা ফাংশন নিয়ে লোড হয় সেজন্য
ব্যাটারি খরচ কম হয়। এবার আমরা জানবো কম্প্যাক্ট মোডের অসুবিধা সম্পর্কে।
কিছু কিছু ব্যবহার কারো জন্য ছোট ইন্টারফেস এর উৎপাদন গুলো নেভিগেট করা কঠিন
হতে পারে ফিচার এক্সেস করা কঠিন হয় কিছু ফাংশন লিস্ট নিষ্ক্রিয় করে দিতে পারে
আবার কিছু কম্প্যাক্ট মোর ব্যবহার করে পছন্দ নাও করতে পারে ।কারণ তাদের
ইন্টারভিস্টের ছোট এবং দেখা যায় সেজন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে ভিজুয়াল
কন্টেন্টের অভাব ছবি বা ভিডিও দেখতে একটু সমস্যা হতে পারে এবং ওয়েবসাইটের
লেখাগুলো ছোট হয়ে যায় তাই পড়তে একটু সমস্যা হতে পারে। এছাড়াও কোন সোশ্যাল
মিডিয়া অ্যাপে কম্প্যাক্ট মুড ব্যবহার করলে ছবিগুলো ছোট হয়ে যাবে ফলে
বিস্তারিত পড়তে বা দেখতে কঠিন হয়।
দুই মোড এর তুলনা
দুটি মোড়ের তুলনা করতে গেলে প্রথমত ভিজুয়াল সাইজ এর বিশিষ্ট হলো ফুল
স্ক্রিনের ক্ষেত্রে বড় দেখাবে এবং কম্প্যাক্ট এর ক্ষেত্রে ছোট দেখাবে। আবার
মনোযোগের বিষয়ে ফুল স্ক্রিনের ক্ষেত্রে বেশি দেখাবে আর কম্প্যাক্ট এর ক্ষেত্রে
কম দেখাবে। এরপরে মাল্টি টাস্কিং এর ক্ষেত্রে ফুল স্ক্রিনের জায়গায়
সীমিত দেখাবে আর কম্প্যাক্ট এর জায়গায় ভালো দেখাবে।
সিরি অতিরিক্ত সেটিংস গাইড ও টিপস
এখনো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস ও টিপস আছে যেগুলো আই ও এস এবং হাই প্যাড ও এস এ
সিঁড়ি শুধু প্রশ্ন উত্তর দেওয়া বা কমেন্ট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর
ভেতরে অনেক সেটিংস এবং কাস্টমাইজেশন অপশন আছে যা ব্যবহার করলে শাড়িকে আরো
মার্ক দেখায় চলুন আমরা সেই সমস্ত কিছু টিপস নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা
যেটা সম্বন্ধে জানব সেটা হচ্ছে ভয়েস পরিবর্তন করা আপনি সিঁড়ি র সেটিংসে
প্রবেশ করে আপনার পছন্দ অনুযায়ী জেন্ডার বা কন্ঠ পুরুষ কিংবা মহিলা
সিলেক্ট করতে পারবেন। এরপরে হেই সিরি এক্টিভেশন কাস্টমাইজ করুন। অ্যাপ ভিত্তিক
সিঁড়ি সেটিংস ম্যানেজ করলে প্রতিটি প্রির জন্য আলাদা আলাদা সিঁড়ি অনুমতি
নিয়ন্ত্রণ করতে পারবেন। সিঁড়ি শর্টকাট ব্যবহার করে কাস্টম কম্বাইন্ড তৈরি
করতে পারবেন। এতে করে কিছু কিছু ওইজেড ও অ্যালার্ম সব একসাথে সেট
করতে পারবেন। এছাড়াও সিঁড়ির ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন টাইপ করেও
সিঁড়ি ব্যবহার করতে পারবেন ইতিহাস ডিলিট করতে পারবেন। এছাড়াও শিরিকে আরো
ভালোভাবে কার্যকর ভাবে ব্যবহার করতে আপনার ইন্টারনেট কানেকশন ব্যবস্থা খুবই
ভালো রাখতে হবে।
সাধারণ সমস্যা সমাধান করার টিপস
সর্ব প্রথমে আপনি আপনার ডিভাইসের ইন্টারনেট কানেকশন নিশ্চিত করুন তারপরে
মাইক্রোফোন চেক করে নেবেন। এরপরে সাধারণত সমস্যা সমাধানের জন্য সিঁড়ি ফুল
স্কিন না আসলে আইওএস আপডেট চেক করে নেবেন এবং এসেম্বলিতে সেটিংস রিসেট করে আবার
চেষ্টা করবেন। যদি সব চেষ্টা বিফলে যায় তাহলে আপনি আপনার ডিভাইসটি রিটার্ন করে
দেবেন।
উপসংহার
Ios ১৪ ও আইপ্যাড ও এস ১৪ এ সিরিকে কমপেক্ট ইউ আই অনেকের কাছে ভালো লাগলেও যারা
বড় স্কিন দেখতে চান আমি সাজেস্ট করব তাদের জন্য ফুল স্কিন মোড বেটার হবে।
ওপরে বৃষ্টির ধাপ অনুসরণ করে আপনি ফুল স্কিন মোড অন করতে পারবেন আবার চাইলে অফ
করতে পারবেন। সবগুলোরই দিকনির্দেশনা দেওয়া আছে আপনি চাইলে যখন ইচ্ছা চেঞ্জ
করতে পারবেন এবং সবকিছু নিজের মতো করে সাজিয়ে গুছে নিতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url